খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের নবরুপ সমবায় সমিতির লোকেরা ঋণগ্রস্ত ব্যক্তি অর্ধেন্দু রায়ের মাছৈর ঘেরের বাসা থেকে শুকর ও ধান ছিনিয়ে আনার ঘটনার সত্যতা পেয়ে উপজেলা সমবায় দপ্তর থেকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে। নবরুপ সমবায় সমিতির নেতাদের ভয়ে অর্ধেন্দু তার স্ত্রী ও বৃদ্ধা মাকে নিয়ে এলাকা ত্যাগ করেছেন। অপরদিকে পত্রিকায় সংবাদ প্রকাশিত হওযায় নবরূপ সমবায় সমিতির কোষাধ্যক্ষ সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দিয়েছে।
ডুমুরিয়া উপজেলা সমবায় দপ্তর থেকে রেজিষ্ট্রেশন নিয়ে নবরুপ সমবায় সমিতি অনিয়মতান্ত্রিকভাবে সুদের ব্যবসা পরিচালনা করে আসছে। বর্তমান করোনা সঙ্কটের কারণে সরকার আগামী ৩০ জুন পর্যন্ত ব্যাংক, এনজিওও সমিতি থেকে নেয়া ঋন গ্রহিতাদের কাছ থেকে কিস্তি আদায় বন্ধ রাখার নির্দেশনা দেয়। কিন্তু গত ২ মে নবরুপ সমিতি ও পূর্বাশা সমিতির লোকজন অর্ধেন্দু রায়ের ঘেরে হামলে পড়ে তার স্ত্রী ও বৃদ্ধা মায়ের সাথে দুর্ব্যবহার করে ঘরের বাসায় পালিত শুকর ও মাড়াই করে রাখা ১২৫ বস্তা ধান ছিনিয়ে নিয়ে যায়। নবরুপ সমিতির লোকজন ছিনিয়ে আনা শুকর জবেহ করে বিক্রি করে। এ ঘটনার প্রেক্ষিতে উপজেলা সমবায় অফিসার এফ এম সেলিম আখতার সত্যতা নিশ্চিত করেন। এসব বিষয় উল্লেখ করে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এতে নবরুপ সমবায় সমিতির কোষাধ্যক্ষ পিন্টু কবিরাজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে সংশ্লিষ্ট সাংবাদিককে হুমকি দিয়েছে। কেন অর্ধেন্দু রায়ের পক্ষে লেখা হল তার কৈফিয়ত চান।
এদিকে ডুমুরিয়া উপজেলা সমবায় অফিসার এফ এম সেলিম আখতার স্বাক্ষরিত কারন দর্শাও নোটিশে বলা হয়েছে , করোনা প্রাদুর্ভাব ও মহামারিকালে সকল প্রকার ক্ষুদ্র ঋন আদাযের উপর নিষেধাজ্ঞা রয়েছে সেখানে ঋন আদায়ের নামে এ ধরণের কর্মকান্ড সরকারের আইন অবমাননার সামিল। এছাড়া সমবায় সমিতি আইন, ২০০১ ( সংশোধন ২০০২ ও ২০১৩) এর ২৬ (২) (ক) ধারা লঙ্ঘন করা হয়েছে।