রংপুরের পীরগঞ্জে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে কর্মহীন অসহায় মানুষের মাঝে আওয়ামী লীগ নেতা ও তরুণ শিল্প উদ্যোক্তা প্রধানমন্ত্রীর ভাসুর পুত্র ইঞ্জিনিয়ার সাঈদ রেজা শান্তর নিজস্ব অর্থায়ন ও প্রচেষ্টায় অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদানে হাত বাড়িয়েছেন- অংকুর ইন্টারন্যাশনাল নামে একটি সামাজিক সংগঠন। সংগঠনটি পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কর্মহীন অসহায় ৬ হাজার পরিবারের মাঝে ইতোমধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছেন। গত ৪ এপ্রিল থেকে শুরু করে গতকাল ১০ জুন বুধবার পর্যন্ত এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যারা এই খাদ্য সহায়তা পাচ্ছেন তাদের মধ্যে কর্মহীন অটোরিক্সা-ভ্যান চালক, শ্রমিক, গার্মেন্টকর্মীসহ নিম্নœআয় পরিবারের লোকজন রয়েছেন। এই খাদ্য সহায়তার মধ্যে ছিলো চাল, ডাল, আটা, তেল ও সাবান। অংকুর ইন্টারন্যাশনালের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার সাঈদ রেজা শান্তর নির্দেশনায় তার নির্ধারিত প্রতিনিধিদের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বজায় রেখে এই খাদ্য সহায়তা পৌছে দিচ্ছেন। ওই শিল্প উদ্যোক্তার মতে- পীরগঞ্জ এলাকায় করোনা প্রাদুর্ভাব থাকা কালিন সময়ে এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।