করোনা আতংকের কারণে প্রায় দুই মাস ধরে পটুয়াখালীর কলাপাড়ার অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান,মিল-কারখানা বন্ধ। এতে ব্যবসায়ীরা কোটি কোটি টাকা লোকসানের কবলে পড়লেও তাঁদের এখন নতুন দূর্ভোগ পল্লী বিদ্যুতের ভৌতিক বিল। এ ভৌতিক বিল থেকে বাঁচতে এবং সঠিক বিলের দাবিতে মানববন্ধন করেছে কলাপাড়া পৌর শহরের বিদ্যুত গ্রাহকরা।
বুধবার বেলা ১১টায় পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন সড়কে কলাপাড়া নাগরিক উদ্যোগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
করোনা ও ঘূর্ণিঝড় আম্পানে কলাপাড়ার হাজার হাজার মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্থ্য হলেও পল্লী বিদ্যুত অফিস থেকে গ্রাহকদের তিন মাসের বিল একত্রে দেয়া হয়েছে। মিটার না দেখে বিল করায় ১১ সহস্রাধিক গ্রাহককে পাঁচ থেকে পঞ্চাশ গুন পর্যন্ত অতিরিক্ত বিল দিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের পায়তারা করছে বিদ্যুত বিভাগ। এ অনিয়মের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগ কলাপাড়ার আহ্বায়ক নাসির তালুকদার, সিনিয়র সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস প্রমুখ। সভায় বক্তারা অনুমান ভিত্তিক এ ভৌতিক বিলসহ মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ বাতিলের দাবি জানান।