করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চৌরাস্তা বাজারে রিক্সাচালক, অটোরিক্সা চালক ও এখলাছপুর লঞ্চ ঘাট সংলগ্ন আশ্রয়ন কেন্দ্রে উপস্থিত হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, এম, জহিরুল হায়াত। মঙ্গলবার (৯ জুন)এখানকার অসহায় কর্মহীন পরিবারকে দেওয়া হলো খাদ্য সামগ্রী।
আশ্রয়ণের সদস্যগণ জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমণরোধে তারা ঘরে অবস্থান করছেন। তাদের কোনো আয়-রোজগার না হওয়ায় খেয়ে, না-খেয়ে দিন যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, এম, জহিরুল হায়াতের দেওয়া প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা পেয়ে মহাখুশি আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দারা।
এ সময় উপস্থিত ছিলেন এখলাছপুর ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন মুরাদ, ইউএনও‘র সিএ আমিনূল ইসলাম, ইউপি সদস্য নূরুল ইসলাম, ইউপি সচিব করিম আহমেদ দিপু প্রমূখ।
বাহিরে চলাচলের ক্ষেত্রে সবসময় মাস্কসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (৯ জুন) মোহনপুর বাজার, মুদাফ্ফর বাজার, চৌরাস্তা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ, এম, জহিরুল হায়াত। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ ব্যক্তিকে মাস্কসহ স্বাস্থ্য বিধি মেনে না চলায় অর্থদন্ড করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, এম, জহিরুল হায়াত বলেন,সরকারের সকল নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চলা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা