দাকোপের বাজুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই যুবক খুন হয়েছে। এলাকাবাসী ও থানা পুলিশ সুত্র জানায়, সোমবার বিকালে বাজুয়া গ্রামের বাদল শেখের পুত্র ইমন শেখ (২০) বাজুয়া এস এন কলেজ মাঠে গরু চরাতে যায়। এ সময় ইমনদের প্রতিবেশী কলেজ লাইব্রেরীয়ান সুকুমার রপ্তান সেখানে গরু চরাতে বাঁধা দেয়। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের হিসাবে মঙ্গলবার সকাল ৮ টার দিকে সুকুমার ইমনের বাবার কাছে ছেলের অসাদাচরনের অভিযোগ নিয়ে যায়। দুই অভিবাবকের মাঝে কথা চলাকালীন উত্তেজিত ইমন সুকুমারের বাড়ীতে যায়। সুকুমারের পুত্র নিলুৎপল রপ্তান (২৮) এ সময় বাড়ীতে ঘুমিয়ে ছিল। ক্ষিপ্ত ইমন ঘুমন্ত অবস্থায় নিলুৎপলের উপর চড়াও হয়ে হামলা করে। প্রথমে তাকে কিল ঘুষি মারতে থাকলে নিলুৎপালের বোন এসে ঠেকানোর চেষ্টা করে। ঘটনার একপর্যায়ে ইমন তাকে উপর্যুপুরী ছুরিকাঘাত করে। গুরুত্বর আহত অবস্থায় প্রতিবেশীরা নিলুৎপলকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মুরারী মোহন মৃত্যু ঘোষনা করে। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ঘাতক ইমনকে ধরে গনপিটুনি দেয়। একপর্যায়ে গুরুত্বর আহত অবস্থায় থানা পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে তাকে উর্দ্ধার করে দাকোপ উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ইমনকে মৃত্যু ঘোষনা করে। নিহত নিলুৎপল খুলনা বিএল কলেজ থেকে মাষ্টার্স শেষ করেছে। অপরদিকে নিহত ঘাতক ইমন বাজুয়া এস এন কলেজের এইচ এস সি ২য় বর্ষের ছাত্র ছিল বলে জানা গেছে। দাকোপ থানার কর্মকর্তা ইনচার্জ সফিকুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশ দুটি উর্দ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেলে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে পুলিশের সদস্য মোতায়েন আছে বলে জানা গেছে।