রংপুর মেট্রোপলিটন পুলিশের স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে এসেছে ওভারসিস চাইনিজ এসোশিয়েশন ইন বাংলাদেশ। দুপুরে মেট্রেপলিটন পুলিশ কমিশনার মুহা আবদুল আলিম মাহামুদের হাতে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন চীনা প্রতিনিধি দলের ৫ সদস্য। এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে মেট্রোপলিটন পুলিশের সভাকক্ষে চীনের ওভারসিস চাইনিজ ইন বাংলাদেশের একটি প্রতিনিধি দল এসব সামগ্রী হস্তান্তর করেন।
আরপিএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদের হাতে পিপিই, হ্যান্ড স্যানিটাইজার মাস্কসহ জীবানুনাশক চেম্বার, চেম্বারে ব্যবহৃত মেশিন ও তরল ম্যাটারিয়ালস সুরক্ষা চশমা।অন্যান্য সুরক্ষা সামগ্রী তুলে দেন ওভারসিস চাইনিজ ইন বাংলাদেশ এর চেয়ারম্যান এনডি।
সুরক্ষা সরঞ্জামাদি পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে পুলিশ কমিশনার বলেন, এই সহযোগিতা পুলিশের করোনা প্রতিরোধ কার্যক্রমকে আরও গতিশীল করবে।
অন্যদিকে ওভারসিস চাইনিজ ইন বাংলাদেশের পক্ষ থেকে এধরণের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রতিনিধি দলের প্রধান।
এসময় আরও উপস্থিত ছিলেন, আরপিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মহিদুল ইসলাম, চীনা প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন থমাস এক্সইউ, থমাস জিউও, নেলসন লিইউসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।