দেশের সর্ব্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত প্রকল্প পদ্মা সেতুর ৩১-তম স্প্যান বসছে আজ(বুধবার)। ২৫ ও ২৬ নং পিলারের ওপর বসানো এ স্প্যানটিই জাজিরা প্রান্তের শেষ স্প্যান। আর বাকী ১০ টি স্প্যান মাওয়া প্রান্তে ভরা বর্ষায় বসানোর পরকল্পনা করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রীজ কোম্পানী।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল: কাদের জানান,ইতিপূর্বে ১১ জুন ৩১-তম স্প্যানটি বসানোর পরিকল্পনা ছিল,কিন্তু ১১ থেকে ১৩ জুন আবদাওয়া দূর্যোগপূর্ণ হওয়ার পূর্ব্বাবাস পাওয়ায় একদিনএগিয়ে আজ বসানো হচ্ছে।
এদিকে সেতু বিভাগের উপ প্রধান তথ্য কর্মকর্তা মো: আবু নাছের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ,আজ যাত্রাবাড়ি-ম্রাওয়া-ভাঙ্গা মহাসড়ক যানবাহন ব্যবহারকারীদের বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে।মাওয়া শিমুলিয়া-কাঠালবাড়ী নৌ-রুটে বেলা ১১ টা থেকে সন্ধা ৭ টা পর্যন্ত সকল ধরনের নৌ-যান চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। প্রসঙ্গত; ৩১ তম স্প্যান বসানোর ফলে সেতুর ৪ হাজার ৬শত ৫০ মিটার দৃশ্যমান হবে।