কুয়াকাটা পৌরসভার একমাত্র খালটির পাড় দখল করে স্থাপনা তোলায় ছয় দখলদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া এসব স্থাপনা অপসারন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডলের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত মঙ্গলবার দুপুরে এ অর্থদন্ড দিয়েছেন। এ ছাড়া করোনাকালে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে মাস্ক ব্যবহার না করায় দুইজনকে তিন শ’ টাকা জরিমানা করা হয়েছে।