শেরপুরের নালিতাবাড়ীতে মঙ্গলবার (৯জুন ) দুপুরে উপজেলা কৃষি অফিসে কৃষকদের নিয়ে এক সবজি চাষ বিষয়ক কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
কৃষি অফিস সূত্রে, কৃষি সম্প্রসারন অধিদপ্তর নালিতাবাড়ী, শেরপুর এর আয়োজনে বাংলাদেশে শাক সবজি, ফল ও পান ফসলের পোকা মাকড় ও রোগ বালাই ব্যবস্থাপনা জৈব বালইনাশক ভিত্তিক প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারন প্রকল্পের আওতায় এক দিন ব্যাপী সবজি চাষ বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর কবির, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ ফারুক আহসানসহ প্রমুখ ব্যাক্তিবর্গ। উপজেলার ৭০ জন কৃষক কে এ প্রশিক্ষন দেওয়া হয়।