করোনা ভাইরাস এর প্রভাবে অসহায় কর্মহীন হত দরিদ্র মানুষের মাঝে বিএনপির পক্ষ থেকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নে বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুন ও উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব গোলাম মস্তফার সৌজন্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় আটখালীমাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে ডাকুয়া ইউনিয়নের ৩ শত জন হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি মুশুড়ী ডাল, পিয়াজ ১ কেজি, লবন ১ কেজি ও ১ লিটার তৈল বিতরণ করা হয়েছে।
উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধামো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদকমো. জাহাঙ্গীর হোসাইন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার মশিউর রহমানশাহিন, যুগ্ম আহ্বায়কজাহিদুল ইসলাম মিন্টুসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।