ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৯নং এনায়েতপুর ইউনিয়নের ফুলতলা এলাকায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বন বিভাগের সরকারি নানা প্রজাতির ২৫টি গাছ কর্তন করেছে স্থানীয় প্রভাবশালী।
এ ঘটনায় সরোজমিনে গিয়ে এনায়েতপুর ফুলতলা গ্রামে মৃতঃ এসহাক আলীর পুত্র আঃ কাদের সাথে কথা বললে তিনি জানান, আমার বাড়ির পাশের প্লট বা জমি আমার হলেও গাছগুলো আমি বিক্রি করি নাই। ৭/৮ দিন আগে গাছগুলো বিক্রি করেছে প্রতিবেশি বন কমিটির সদস্য কাদের মাষ্টার। গাছগুলো বিক্রি করে একটি টাকাও আমাকে দেয় নাই। তার সাথে কথা বলেন। এ বিষয়ে মোঠু ফোনে কাদের মাষ্টারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দেখা করবেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বন কর্মকর্তা উথুরা রেঞ্জার নুর মোহাম্মদ এর সাথে মোঠু ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গাছ কাটা হয়েছে। অনুমতি না থাকায় গাছগুলো উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।