যশোরের কেশবপুরে প্রধান মন্ত্রীর দেয়া একটি মসজিদের ইমাম ও মোয়াজ্জিমদের টাকা উত্তেলানের পর আওয়ামী লীগ নেতা আবদুল কাদের বিশ্বাস নিয়ে নেয়ার সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক সোহেল পারভেজ কে বেধড়ক মারপিট ও হত্যার হুমকীর ঘটনা ঘটেছে। গুরুতর আহতাবস্থায় এলাকাবাসীর সহযোগিতায় আহত সাংবাদিক সোহেল পারভেজকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সোহেল পারভেজ বাদী হয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
সম্প্রতি সমগ্র বাংলাদেশে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সরকারীভাবে অর্থ বরাদ্ধ দেয়া হয়েছে। উপজেলার চুয়াডাঙ্গা পূর্বপাড়া জামে মসজিদের জন্য বরাদ্ধের টাকা মসজিদের সভাপতি আবদুস সাত্তার শেখ উত্তোলন করে নিয়ে আসলে ওই টাকা আওয়ামী লীগ নেতা সাবেক মেম্বর আবদুল কাদের বিশ্বাস ইমাম মুয়াজ্জিনকে দিবেন বলে নিজের কাছে রাখেন। টাকা না পেয়ে সাংবাদিকদের কাছে ইমাম ও মুয়াজ্জিন অভিযোগ করেন। যা নিয়ে স্থানীয় একটি পত্রিকায় ০৮ জুন কেশবপুরে মসজিদের ইমাম মুয়াজ্জিন পেল ঈদ উপহার’ শিরোনামে একটি সংবাদ প্রকার করেন। প্রকাশিত সংবাদে টাকা আৎসাতের খবর প্রকাশিত হওয়ায় ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগ নেতা আবদুল কাদের বিশ্বাস সাংবাদিক সোহেল পারভেজকে মারপিট করে আহত করে। এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আবদুল কাদের বিশ্বাস সাংবাদিকদের জানান, রাগের বশবর্তী হয়ে তাকে দু একটা চড় থাপ্পড় দেয়া হয়েছে।
কেশবপুর থানার কর্মকর্তা ইনচার্জ জসিম উদ্দীন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।