চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মঙ্গলবার রাত দেড়টার সময় নিজ বাড়িতে করোনা উপসর্গ নিয়ে মোস্তাফিজুর রহমান সওদাগর (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নের ৯নং ওর্য়াডস্থ নগরপাড়া এলাকার মৃত নজু মিয়ার ছেলে। ওইদিন বাদে জোহর স্থানীয় গাউছিয়া কমিটির সদস্যরা ওই মোস্তাফিজুর রহমানের দাফন কার্যক্রম সম্পাদন করেন। জোয়ার ইউপি সদস্য আবদুল মতলব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।