দেড় শতাধিক কৃষকের দূর্ভোগ পটুয়াখালীর কলাপাড়ার বুড়ির খালের অবৈধ বাঁধ অপসারন করা হয়েছে। সোমবার দুপুরে কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল অভিযান চালিয়ে এ খালসহ খাস জমি অবৈধ বাঁধ কেটে খালটি দখলমুক্ত করেছেন।
দীর্ঘদিন ধরে সরকারি খাল দখল করে বাঁধ দিয়ে মাছ চাষ করে প্রায় চারশ একর চাষের জমির ক্ষতি করছে ভূমিদস্যুরা। প্রশাসনের অভিযানে প্রভাবশালী মহলের দখলে থাকা এলাকার সরকারি খালসহ সাত একর ২৫ শতাংশ জমি উদ্ধার হওয়ায় খুশি এলাকার কৃষকসহ অন্তত পাঁচ শতাধিক পরিবান।
জানা গেছে, কলাপাড়া উপজেলার মধুখালী মৌজায় বুড়ির খালে বাঁধ দিয়ে খাসজমিসহ দখল করে রাখে একটি প্রভাবশালীমহল। এতে কৃষকের কৃষিকাজের ব্যাঘাতসহ পানির প্রবাহ বন্ধ করে রাখা হয়। বর্ষা মৌসুম শুরুর পরই গোটা এলাকায় দেখা দেয় স্থায়ী জলাবদ্ধতা। এ কারনে আমন চাষাবাদ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে কৃষকরা। কৃষকদের এ দূূর্ভোগ থেকে রক্ষা করতে কলাপাড়া ভূমি প্রশাসন সোমবার অভিযান চালিয়ে খালসহ খাস জমি উদ্ধার করে।
কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল জানান, খালে বাঁধ দেয়ার কারনে কৃষকরা বেশি সমস্যায় পড়ে। এতে চাষের জমিসহ এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। আম্পান পরবর্তী কৃষকরা অামন চাষাবাদ যাতে নির্বিঘ্নে করতে পারে এজন্য খাল উদ্ধার ও অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। সরকারি খাস জমি কিংবা খালের দখলমুক্ত করতে তাদের অভিযান কাজ অব্যাহত থাকবে বলে জানান।