একটা সময় ছিল যখন কাবুলিয়ালারা নামধারী সুদে কারবারিরা মানুষের অর্থনৈতিক দুরাবস্থার সুযোগ নিয়ে তাদেরকে চড়া সুদে টাকা ঋণ দিত। ঋণগ্রস্ত ব্যক্তি সুদের টাকা দিতে যখন নি:স্ব হতে চলে তখন দানবের ভূমিকায় অবতীর্ন হয় সুদে মহাজন। ঋণগ্রস্ত ব্যক্তির কাছ থেকে তখন গৃহপালিত প্রাণি, ঘরের মূল্যবান জিনিষপত্র ছিনিয়ে নিত। আধুনিককালে এরকম কাবুলিওয়ালাদের মত ডুমুরিয়ার রামকৃষ্ণপুর গ্রামে বসবাসকারী অর্ধেন্দু রায়ের জমিতে মাড়াই করে রাখা ধান ও গৃহপালিত শুকর ছিনিয়ে নিয়ে গেছে নবরুপ সমবায় সমিতি ও পূর্বাশা সমবায় সমিতির লোকেরা। এ ঘটনায় ভূক্তভোগীকে আইনের আশ্রয় নিলে জীবননাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভূক্তভোগী অর্ধেন্দু রায় পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রাম থেকে জীবীকার তাগিদে ডুমুরিয়া উপজেলার রামকৃষ্ণপুর বিলে জমি হারিতে নিয়ে মাছ ও ধান চাষ করত। আর্থিক সঙ্কটে পড়ে স্থানীয় নবরুপ সমবায় সমিতি ও পূর্বাশা সমবায় সমিতি থেকে ঋণ গ্রহণ করে। কিস্তির টাকা অর্ধেন্দু ঠিকমত পরিশোধ করে আসছিল। কিন্তু মহামারী করোনা ভাইরাসের প্রকোপ প্রতিরোধের জন্য লকডাউন ঘোষনা ও এনজিও থেকে নেয়া ঋণের কিস্তি আগামী ৩০ জুন পর্যন্ত আদায় না করার সরকারের নির্দেশনার জন্য তিনি কিস্তির টাকা দেননি। কিন্তু গত ১ জুন থেকে সরকার লকডাউন উঠিয়ে নিলে পরদিন ২ জুন ( মঙ্গলবার) নবরুপ সমবায় সমিতি ও পূর্বাশা সমবায় সমিতির লোকজনেরা তার ঘেরে হানা দেয়। ঘেরে মাড়াই করে রাখা ১২৫ বস্তা ধান ( প্রায় দেড়শ মন) ও ২টি শুকর নিয়ে যায়। নবরুপ সমিতির লোকজন শুকুর দুটি মেরে তার মাংস বিক্রি করে দিয়েছে। ছাগল ও ৪৫ বস্তা ধান পূর্বাশা সমিতির লোকেরা অন্য একজনের জিম্মায় রেখেছে বলে তারা জানিয়েছে।
এই ঘটনার পর ঋণ নেয়া সময়ে সাদা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নিজেদের মত করে অঙ্গিকারনামা তৈরি করেছে বলে জানা গেছে। সমিতির লোকজনেরা অর্ধেন্দু রায়কে এ ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া বা কাউকে বললে ডুমুরিয়া ছাড়া করবে বলে হুমকি দিয়েছে বলে জানিয়েছেন অর্ধেন্দু রায়।
নবরুপ সমবায় সমিতির কোষাধ্যক্ষ পিন্টু কবিরাজ এ বিষয়ে জানান, অর্ধেন্দুর কাছে সুদ ও আসলসহ অনেক টাকা পাওনা রয়েছে। সে টাকা না দিয়ে চলে যেতে পারে তাই সমিতি যে টাকা পাবে সে অনুযায়ি ধান ও শুকর আনা হয়েছে। তিনি বলেন অর্ধেন্দুর জন্য ১ কেজি মাংস রেখে দেয়া হয়েছে।
ডুমুরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা নবরুপ সমিতির এই আচরনের সত্যতা নিশ্চিত করে জানান, তারা সরকারের নির্দেশ অমান্য করেছে। তাদের এই ভূমিকাটি সম্পদ লুট করার সামিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে তাছাড়া ক্ষতিগ্রস্ত অর্ধেন্দু রায়কে সমিতির লোকদের আইনের আওতায় আনতে সবরকমের সহায়তা দেয়া হবে।