বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)জামালপুরের ৩৫ব্যাটালিয়নের সদস্যেরা অভিযান চালিয়ে ইয়াবা টেবলেট,হেরোইন, মোটর সাইলে ও মোবাইলসহ দুইজনকে আটক করেছে।
বিজিবি সুত্রে জানাযায় গত ৭ জুন রবিবার সন্ধ্যায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ৩৫ব্যাটালিয়ন জামালপুর এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ ও এসইউপি গোপন সংবাদের ভিত্তিতে তাদের নির্দেশনায় রৌমারী বিওপি’র সুবেদার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের একটি টহল দল রৌমারী উপজেলার ভারতীয় সীমান্তবর্তি ধনারচর মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়।
এ সময় রৌমারী উপজেলার দক্ষিন আলগারচর গ্রামের বাসিন্দা মৃত নূরুল হুদার ছেলে মো.আজাদ হোসেন(৪০) এবং একই উপজেলার উত্তর আলগারচর এলাকার বাসিন্দা মৃত কছিম উদ্দিনের ছেলে মো. কামাল হোসেন(৩৮) এর কাছ থেকে ৪৫২পিচ ইয়াবা বড়ি,৫গ্রাম হেরোইন,১টি মোটর সাইকে এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করে। পরে তাদেরকে আটক করা হয়। আটককৃত দুইজনের বিরুদ্ধে রৌমারী থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে দু’জনকে পুলিশের কাছে হস্তান্তর করে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে জামালপুর ৩৫ ব্যাটালিয়ন (বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ বলেন মাদক পাচারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে তিনি জানিয়েছেন।