মহা সড়ক নির্বৃজ্ঞ রাখা ও চাদাবাজী বন্ধে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রি-মোড় এলাকায় হাইওয়ে পুলিশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহা সড়কে উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আলী আহমদ খান হাইওয়ে পুলিশ সুপার গাজীপুর রিজিয়ন সালনা হাই্ওয়ে থানা পুলিশের ওসি জহিরুল ইসলাম খান, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর খান, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি সুলতান সরকার ও সার্জেন্ট শুভ্র সহ স্থাণীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ । বক্তারা বলেন,মহা সড়কে দুর্ঘটনা রোধ কল্পে ও চাদাবাজী বন্ধে ব্যাপক কর্মসুচী গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই মহা সড়কে সকল প্রকার সিএনজি, থ্রী-হুইলার, ইজিবাইক, আটো রিক্সা, ভটভাটি, রিক্সা ভ্যান, নসিমন, করিমন সহ অযান্ত্রিক বাহন চলাচল সম্পুর্ণ রুপে নিষিদ্ধ করা হয়েছে।