টঙ্গীতে গতকাল সোমবার ভোররাতে ইয়াছিন (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। নিহত যুবক ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার তালশহর গ্রামের হায়েস মিয়ার ছেলে।
নিহতের পিতা হায়েস মিয়া জানায়, প্রায় ১০/১১ মাস আগে আল-আমিন নামের এক দালালকে ছয় লক্ষ টাকা দেয়া হয় ছেলেকে সিঙ্গাপুর পাঠানোর জন্য। পরে ওই দালাল ভূয়া কাগজপত্রের মাধ্যমে ইয়াছিনকে সিঙ্গাপুর পাঠানোর ২ দিন পর সে দেশে ফেরৎ আসে। এঘটনার পর দালালকে টাকার জন্য চাপ দিলে সে আমার ছেলেকে পুনরায় সিঙ্গাপুর পাঠানোর কথা বলে গত প্রায় নয় মাস পূর্বে আশুলিয়া থানাধীন কাঠগড়া, জিরাবো এলাকায় তাদের ট্রেনিং সেন্টারে নিয়ে তার হেফাজতে রাখে। প্রথম ৩ মাস খাওয়া খরচ দিতে হয়নি, কিন্তু গত ৫/৬ মাস যাবৎ বাড়ি থেকে তার খাওয়া খরচের জন্য টাকা পাঠানো হতো। গত রোববার বিকেলে ইয়াছিন তার বাবাকে ফোন করে জানায়, সে বাড়ি আসবে গাড়ী ভাড়ার জন্য টাকা পাঠাতে। পরে তার পিতা বিকাশে ৫শ টাকা পাঠায়। টাকা পাঠানোর পর আর ছেলের সাথে যোগাযোগ হয়নি। গতকাল সকালে টঙ্গী পূর্ব থানার ওসির ফোনে জানতে পারেন তার ছেলেকে হত্যা করা হয়েছে। ইয়াছিনের পিতা আরো জানায়, ঘটনার পর থেকে ওই দালাল ফোন ধরছে না, টাকা ফেরৎ না দিয়ে আমার ছেলেকে নয় মাস তার হেফাজতে রেখে সিঙ্গাপুর পাঠানোর মিথ্যা আশ্বাস দিয়েছে, যখন ছেলে বাড়ি আসতে চাইলো তখন কৌশলে টাকাগুলো আত্মসাতের জন্যই আমার ছেলেকে হত্যা করা হয়েছে।
এদিকে টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা যায়, সোমবার ভোরে এক অজ্ঞাত পরিচয়ের অটোরিকশা চালক ওই যুবককে গুরত্বর আহত ও রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে কর্তব্যরত লোকজন ধরাধরি করে ছেলেটিকে জরুরী বিভাগে নিয়ে যায়। পরে অটোরিকশা চালক দ্রুত হাসপাতাল থেকে চলে যায়। ছেলেটিকে কোথায়-কখন ছুরিকাঘাত করা হয়েছে তা কেউ বলতে পারেনি। ছেলেটির বুকের বামপাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এস আই মো. আব্দুস সালাম ও তার সঙ্গীয় পুলিশ সদস্যরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এব্যাপারে ইব্রাহিম সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারী ও দালাল আল-আমিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ট্রেনিং সেন্টারে কাজ না থাকায় আমি গত ৩/৪ মাস যাবৎ আমার গ্রামের বাড়ি পাবনা জেলার চাটমহরে আছি। আমি পুলিশের ফোন পেয়ে জানতে পারি ইয়াছিন মারা গেছে। এছাড়া আশুলিয়া ক্লাসিক পরিবহনের (বাস) চালক নয়ারহাট থেকে আমাকে ফোন করে জানান, তার গাড়ীতে একটি ব্যাগ পাওয়া গেছে ওই ব্যাগটি নাকি ইয়াছিনের। ইয়াছিনের গ্রামের বাড়িতে প্রচুর টাকা ঋণ থাকায় ট্রেনিং সেন্টারের পাশে রশিদের বাড়িতে ভাড়া থেকে রাজজোগালী কাজ করতো। বিদেশের লোক পাঠাতে আমার নিজস্ব কোন এজেন্ট নেই। বিভিন্ন এজেন্টের মাধ্যমে আমি লোক প্রেরণ করি। সিঙ্গাপুর যাবার ব্যাপারে তার পরিবার আমাকে সর্বমোট ৫ লাখ ৮৫ হাজার টাকা দিয়েছে। তাকে একবার পাঠানো হয়েছিলো। কাগজপত্র ভুল থাকায় ফেরৎ এসেছে। এবারও তার সকল কাগজপত্র প্রস্তুত ছিলো, সে চলেও যেতো, কিন্তু করোনার কারনে বিলম্ব হচ্ছে।
এবিষয়ে আশুলিয়া ক্লাসিক পরিবহনের (বাস) যাত্রী এবং নয়ারহাট এর বাসিন্দা বাহাদুর নামে এক ব্যক্তি জানান, তিনি ওই বাসে নবীনগর গিয়ে নামেন। তখন বাসের চালক একটি ব্যাগ পেয়ে জিজ্ঞেস করেন ইয়াছিন নামে কে যেন তার ব্যাগ ফেলে গেছে। এর বেশী আমি জানি না।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, নিহত যুবকের সর্বশেষ মোবাইল লোকেশন আশুলিয়া পাওয়া গেছে। তাই ধারনা করা হচ্ছে ঘটনাটি আশুলিয়া থেকে টঙ্গীর মধ্যবর্তী কোথাও ঘটানো হয়েছে। হত্যাটি উদ্দেশ্যমূলক নাকি ছিনতাই সংক্রান্ত সে বিষয়ে এবং নিহতের বিদেশ যাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ পূর্বক তদন্ত করে দেখা হচ্ছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।