কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের কুমিল্লার নাঙ্গলকোটের তুগুরিয়া এলাকা থেকে বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে আটক করেছে নাঙ্গলকোট থানা পুলিশ। সোমবার রাত আনুমানিক ২টার দিকে ওই সড়কের তুগুরিয়া গ্রামের জননী মৎস্য খামারের পরিত্যক্ত ঘর থেকে অস্ত্র’সহ তাদেরকে আটক করে।
আটক ডাকাতরা হলো, জেলার মনোহরগঞ্জ উপজেলার পূর্ব বাতাবাড়ীয়া গ্রামের সরোয়ার হোসেন (২৮), একই গ্রামের মুরাদ হোসেন (২৩), নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের লুদুয়া গ্রামের জাহিদুল ইসলাম (২০) ও একই গ্রামের ইসমাইল হোসেন রাজু (১৯)।
মামলার বাদী নাঙ্গলকোট থানার উপ পরিদর্শক (এসআই) ওবায়দুল হক বলেন, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে। আটককৃতদেরকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।