যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা(৩৬)সহ মোট ২৭ জন নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও একজন প্যাথলজিষ্ট সহ এ উপজেলায় ৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানাগেছে। এ নিয়ে উপজেলায় আক্রান্ত সংখ্যা ২৭ জন। এ ছাড়া গত ৬জুন একজন ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়ে মারা যান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নিজ বাড়িতে হোম কোয়ারাইন্টাইনে আছেন ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৬ জুন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ ২৪ জনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জিনমি সেন্টারে পাঠানো হয় । ৭ জুন তাদের নমুনা পরিক্ষা হয় । সোমবার তাদের রিপোর্ট আসে এর মধ্যে ৮ জনের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্ত মধ্যে ১৩,৩২ ও ৩৮ বছর বয়সী তিনজন মহিলা রয়েছে । তারা উপজেলার বিভাগদী, বাসুয়াড়ী ও বুইকারা গ্রামের বাসিন্দা । আক্রান্ত ৩৬,৩৩,৩৮ ও ২৩ বছর বয়সী পুরুষ রয়েছেন । আক্রান্তরা নওয়াপাড়ারা, বুইকারা, মশরহাটি ও বিভাগদী গ্রামে বসবাস করেন ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আলীমুর রাজীব জানান, গত ৫মে থেকে এ উপজেলায় এ পর্যন্ত ৩৫৩ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৭ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এর মধ্যে ৫জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন এবং এক জন ব্যবসায়ী মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন ভর্তি আছেন। বাকী ১৫জন হোম কোয়ারাইন্টাইনে রয়েছেন।