জামালপুর-ময়মনসিংহ রেলপথে কিসমতপুর গ্রামে ট্রেনের নিচে কাটা পড়ে গত ৮জুন সোমবার অজ্ঞাত পরিচয়ের(৭৫) বছর বয়সের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। জামালপুর রেলওয়ে থানার এএসআই মো.আলমগীর হোসেন জানান,সকালে রেললাইন পার হওয়ার সময় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সরিষাবাড়ীগামী পার্শ্বেল স্পেশাল-১ ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান ওই ব্যক্তি। শ্যামলা বর্ণের নিহত ব্যক্তির মুখে সাদা লম্বা দাড়ি ও চুল রয়েছে। তার পরনে পাঞ্জাবী-পায়জামা ও মুজিব কোর্ট ছিল। এব্যপারে জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।