নওগাঁর রাণীনগরে দেয়ালের নিচে চাপা পরে কারিমা নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার একডালা ইউনিয়নের উপর তালিমপুর গ্রামে। শিশু কারিমা বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নিমাইদীঘি গ্রামের কিবরিয়ার মেয়ে।
নিহত কারিমার নানা আনিছার রহমান জানান,গত ৫/৭ দিন আগে জামায়ের সাথে পারিবারিক দ্বন্দ্বে মেয়ে ও নাতনি জামায় বাড়ী থেকে চলে আসে। রোববার বিকেলে বাড়ীর প্রাচীরের পার্শ্বে খেলা করার সময় মাটির দেয়াল কারিমার উপর ধ্বসে পরে। এতে দেয়ালের নিচে চাপা পরে গুরুত্বর আহত হলে তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে রোববার সন্ধার পর মারা যায়।
ঘটনাটি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে শুনেছেন বলে জানান রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক।