যশোরে আরও ১২ জনের কোভিড-১৯ নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে যশোর সদর উপজেলায় ৪ জন ও অভয়নগর উপজেলায় ৭ জন। আরেকজনের নাম পরিচয় মেলানো সম্ভব হয়নি।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে যশোরের ৮০ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের পজেটিভ হয়েছে বলে সোমবার ফলাফল প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, যশোর সদরে শনাক্ত হওয়া ৪ জন হলেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হালিমা খাতুন (৩৮), সদর উপজলার হামিদপুর নালিয়া গ্রামের সাদ্দাম হোসেন (২৯), ভেকুটিয়া গ্রামের রুবেল হোসেন (৩০) ও রাহিদুল ইসলাম (৫০)। এরমধ্যে রুবেল হোসেন পাবনা ফেরত ও সাদ্দাম গত ১ জুন ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন। অপরজন রাহিদুল ইসলামের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এ ছাড়া অভয়নগর উপজেলায় শনাক্ত ৭ জন সবাই নওয়াপাড়া পৌরসভা এলাকার বাসিন্দা। তারা হলেন সুফিয়া খাতুন (৪৫), লামিয়া (১৩), সেলিম শেখ (৩৮), মাহমুদুর রহমান (৩৬), আলমগীর হোসেন (৩৫), মিথুন হালদার (৩০) ও আসাদুজ্জামান জনি (৩৫)। যশোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. আদনান ও অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা.আলিমুর রাজিব জানিয়েছেন, নতুন করে আক্রান্তদের বাড়ি লকডাউন করা হবে।
যশোরের সিভিল সার্জন ডা.শেখ আবু শাহীন আরো জানান, যবিপ্রবি কর্তৃপক্ষ ১২ জনের হিসাব দিলেও ১১ জনের পরিচয় নিশ্চিত হতে পেরেছি। আরেকজনের নাম পরিচয় মেলানো সম্ভব হয়নি।
তিনি আরো জানান, সোমবার পর্যন্ত যশোর জেলায় ১শ ৪২ জন করোনা রোগী শনাক্ত হলেন। সুস্থ হয়েছেন ৯৫ জন। এ ছাড়া ১ জন মারা গেছেন।