সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের হিন্দু পাড়া থেকে শম্পা রানী নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ৭ জুন অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বাড়িতে আগুন লাগার ঘটনায় অসুস্থ হয়ে পড়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার কথা বলা হলেও মৃত্যু নিয়ে এলাকায় চলছে কানাঘুষা। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা শহরের বাসুদেব পাড়ার জোতিষ চন্দ্র দাসের মেয়ে স্বপ্না রানীর ৭ মাস আগে বিয়ে হয় নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর এলাকার সতীষ চন্দ্র সরকারের ছেলে অনিবাস চন্দ্র সরকারের সাথে। অনিবাস বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাঠকর্মী হিসেবে কুড়িগ্রাম জেলায় কর্মরত। অনিবাসের পরিবারের পক্ষ থেকে বলা হয় যে, গত ৬ জুন রাতে তাদের বাড়িতে আগুন লাগে। এ সময় শম্পা রানী ঘরের জিনিসপত্র বের করার সময় আগুনের তাপে অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশীরা তাকে মাথায় পানি দিয়ে প্রাথমিকভাবে চিকিৎসা দেন। আগুন নেভানোর পর রাত আনুমানিক দেড়টার সময় সে আবারও অসুস্থ বোধ করলে তাৎক্ষণিক তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। স্বপ্না রানীর পিতা জোতিষ চন্দ্র দাস বলেন, বিয়ের পর থেকেই জামাই তার মেয়ের প্রতি অবিচার করছে। স্ত্রী হিসেবে যে অধিকার পাওয়ার কথা তা তাকে দেয়া হয়নি। বিগত ৭ মাসে জামাই চাকরির স্থল কুড়িগ্রাম হতে ২ বার মাত্র বাড়িতে এসেছে। শ্বশুরবাড়িতে একবারও যায়নি। এমনকি অষ্টপ্রহরের সময় সে আমাদের বাড়িতে নতুন জামাই হিসেবেও উপস্থিত হয়নি। আমার মেয়ে মোবাইল করলে রিসিভ করে না, কথা বলে না। তাছাড়া কর্মস্থলে একটি মেয়ের সঙ্গে অনিবাসের অবৈধ সম্পর্ক আছে। এ কারণেই সে শম্পার প্রতি বিরুপ আচরণ করতো। তিনি আরও বলেন, ঘটনার পর জামাই বা তার পরিবারের পক্ষ থেকে মেযে মারা যাওয়ার কথা তাকে জানানো হয়নি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, নিহত গৃহবধূর বাবার লিখিত অভিযোগ পেয়েছি। লাশ ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।