নীলফামারীর ডোমার উপজেলার বাংলাদেশ ধান গবেষনা ইননষ্টিটিউট এর উদ্ভাবিত দেশীয় হাইব্রিড জাত ব্রি হাইব্রিড ধান-৩ ও ব্রি হাইব্রিড ধান-৫ এর বীজ চাষে ব্যাপক সফলতা পেয়েছে। এর ফলে কৃষিতে নুতন দিগন্তের সুচনা বলে দেখছে কৃষি বিভাগ। জানা যায়, দেশের ধান গবেষনা ইননষ্টিটিউট প্রথমবারের মত বোরো মৌসুমের জন্য দুটি হাইব্রীড জাত উদ্ভাবন করে। যা ব্রি হাইব্রিড ধান-৩ এবং ব্রি হাইব্রিড ধান-৫ নামে পরিচিত। এ জাত দুটি কৃষক পর্যায়ে বীজ হিসাবে সরবরাহের লক্ষ্যে দেশের উত্তর জনপদের নীলফামারী জেলার ডোমার উপজেলার সেতু বীজ কোং প্রথমবারের মত এ বছর চাষ করে। যার সমস্ত কারিগরি সহায়তা সহ সকল দিক নির্র্দেশনা দেয় ডোমার উপজেলা কৃষি সম্প্রাসারন অধিদপ্তর। বীজ উৎপাদনের প্রথম চাষেই ব্যাপক সফলতা পায় কৃষি বিভাগ। এ দেশীয় জাত দুটি অনান্য বিদেশী জাতের চেয়ে অনেক উন্নত। এ ব্যাপারে ডোমার উপজেলা কৃষি সম্প্রাসারন কর্মকর্তা হাচিনুর রহমান জানান, এ জাত দুটির ফলন কৃষক পর্যায়ে হেক্টর প্রতি ২৫ টন ও বীজ হিসাবে ২.৫ টন। অন্যান্য বিদেশী জাতের চেয়ে সময় কম লাগে তথা এর জীবনকাল ১৪৩ দিন। এ ছাড়া ভাত খেতে সু-স্বাদু ও পুষ্টিকর। মিঃ রহমান আরো জানান, এ জাত দুটির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশী। এদেশের জলবায়ু, পরিবেশ উপযোগী আবহাওয়ার সাথে মানানসই। ফলে এ ধান আবাদে খরচ অনেকাংশে যাবে কমে। কৃষক পর্যায়ে প্রতি কেজি বীজ বিক্রি হবে ৮০/১০০ টাকা দরে। এ ধান আবাদে সফলতার কারণে কমবে বিদেশী জাত নির্ভরতা। এর ফলে কৃষক সময়মত পাবে উন্নত জাতের বীজ। সাশ্রয় হবে দেশের বৈদেশিক মুদ্রা। এমনি নানা কারণে এ দুটি দেশীয় হাইব্রীড জাত কৃষক পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে আশা কৃষি বিভাগের।