রংপুরের পীরগাছা উপজেলার উত্তর নজরমামুদ গ্রামের শতাধিক পরিবার গত এক মাস থেকে জলাবদ্ধতায় বসবাস করছে। ওই পরিবারগুলোর ৫ একর জমির প্রায় ১০ হাজার উঠতি কলাগাছ ও শাক-সবজি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এমন পরিস্থিতিতে এক কৃষক গত শুক্রবার ৩ শতাধিক কলাগাছ কেটে ফেলেছেন। এলাকার একটি প্রভাবশালী মহল সরকারি ব্রীজের মুখ বন্ধ করে বসতবাড়ী নির্মাণ ও মৎস্য খামার তৈরি করায় পানি প্রবাহের পথ বন্ধ হয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে। গত তিন মাস আগে গ্রামবাসীরা এ বিষয়ে ইউএনওর নিকট একটি অভিযোগ করলেও কোন সুরাহা হয়নি। বর্তমানে প্রতিদিনই ভারী বৃষ্টিতে স্থায়ী জলাবদ্ধতায় ধান, খড় নিয়ে মহা বিপাকে পড়ছেন এলাকাবাসী।
এলাকাবাসী জানান, উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজরমামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হতে বলিহার মাঠের পাড় হয়ে একটি কাঁচা সড়কের দুলা মিয়ার বাড়ি সংলগ্ন একটি সরকারি ব্রীজের মুখ সম্প্রতি বন্ধ করে দেন ওই এলাকার প্রভাবশালী সিরাজুল ইসলাম, লুৎফর রহমান, হাকিম মিয়া, হাফিজুর রহমান। ওই ব্রীজটির পূর্ব পাশের মুখ ভরাট করে বসতবাড়ি নির্মাণ ও মৎস্য খামার গড়ে তোলেন তারা। এতে করে পশ্চিম পাশে থাকা উত্তর নজরমামুদ গ্রামের প্রায় শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েন ওই এলাকার মানুষ। গত এক মাস থেকে তারা স্থায়ী জলাবদ্ধতায় নিমর্জ্জিত হয়ে পড়েছেন। এতে করে ৫ একর জমির ১০ হাজার উঠতি কলাগাছ মরে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে। নষ্ট হয়ে গেছে শাক-সবজিসহ বিভিন্ন ফসল। ভেসে গেছে ৫টি পুকুরের ২ লাখ টাকার মাছ। পানি জমে থাকায় ক্ষোভে গত শুক্রবার ওই গ্রামের আবদুল হামিদ নামে এক কৃষক তার ৩ শতাধিক উঠতি কলাগাছ কেটে ফেলেছেন। সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে কলা চাষীরা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, কলাগাছের জমিতে পানি জমে থাকায় সেগুলো হলুদ বর্ণ হয়ে মরে যাচ্ছে। ধান ক্ষেতে হাটুর উপরে পানি। বাড়িগুলোতে পানি ওঠায় কাদায় একাকার উঠান। চলাচলের রাস্তায়ও কাদাপানি। ফলে বোরো ধান ও খড় নিয়ে চরম বেকায়দায় পড়েছেন কৃষকরা।
ওই গ্রামের কলাচাষী জালাল, ছালাম, আনারুল ইসলাম, দুলা মিয়া জানান, চারদিকে পানি প্রবাহের পথ বন্ধ। কলা ক্ষেতের পানি সেচ দিয়েও কাজ হচ্ছে না। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আমরা পড়েছি মহাবিপাকে। হামিদ আলী, আবুল কালাম ও রফিক মিয়া জানান, পানি উঠে বাড়িতে কাদা জমেছে। তাই ধান মাড়াই করা ও খড় শুকানো নিয়ে চিন্তায় আছি। গত ৩ মার্চ ইউএনওর নিকট একটি আবেদন করেও কোন কাজ হয়নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম লেবু মন্ডল বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও ব্রীজের মুখে বসতবাড়ি এবং দক্ষিণে জমির মালিকরা তাদের জমি দিয়ে কালভার্ট দিতে রাজি না হওয়ায় সমস্যা সমাধান করা যায়নি।
পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা শামীমুর রহমান বলেন, বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে ক্ষয়ক্ষতির ব্যাপারে উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি সমাধানের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে। তারপরও খোঁজখবর নিয়ে দেখছি।