ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আখি বেগম (২৮) নামক এক প্রবাসীর স্ত্রীর লাশ গতকাল রোববার সকালে উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার দাবী করছেন একই গ্রামের জাহিদুল ইসলাম নামক এক ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে এনে খুন করে গাছে ঝুলিয়ে রেখেছে। জাহিদুল ইসলামকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার মামলা হয়েছে থানায়। এ দিকে জাহিদুল ইসলামকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলার বাযেক ইউনিয়নের চারুয়া গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে আখি বেগমের (২৮) বিয়ে হয়েছে একই উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামের সৌদি আরব প্রবাসী জয়নাল আবেদীনের সাথে। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
চারুয়া গ্রামের জাহের মিয়ার ছেলে জাহিদুল ইসলাম ও আখি বেগম পাশা-পাশি বাড়ির বাসিন্দা। দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক রয়েছে। ওই সর্ম্পেকের জের ধরে জাহিদুল ইসলাম আখি বেগমের কাছ থেকে বিভিন্ন সময়ে সাড়ে চার লাখ টাকা নিয়েছে। ওই টাকা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছে। বিষয়টি নিয়ে এলাকায় বৈঠকও হয়েছে। টাকা ফেরত দেওয়ার জন্য গত শনিবার মাইজখার থেকে আখি বেগমকে ডেকে আনেন জাহিদুল ইসলাম। শনিবার গভীর রাতে জাহিদুল ইসলামের বাড়ির গাছের মাধে আখি বেগমের লাশ ঝুলে আছে।
খবর পেয়ে গতকাল রোববার সকালে কসবা থানার পুলিশ জাহিদুল ইসলামের বাড়ি থেকে আখি বেগমের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জাহিদুল ইসলামকে আসামি করে থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা হয়েছে।
এ দিকে জাহিদুল ইসলামকে গ্রেপ্তারের দাবীতে গতকাল রোববার বেলা ১১টায় প্রায় ঘন্টাব্যাপীক চারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী।
নিহত আখি বেগমের মা কাজল রেখা বলেন, তার মেয়ের কাছ থেকে জাহিদুল সাড়ে ৪ লাখ টাকা নিয়েছে। ওই টাকা নিয়ে এলাকায় মেল বৈঠকও হয়েছে। টাকা ফেরত দেওয়ার জন্য তার মেয়ে আখি বেগমকে ডেকে আনে জাহিদুল। পরে রাতে তাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, জাহিদুল ইসলামের সাথে আখি বেগমের প্রেমের সর্ম্পক ছিল। বিষয়টি জানাজানি হলে আখি বেগম জাহিদুল ইসলামের বাড়িতে এসে তাকে বিয়ের জন্য চাপ দেয়। বিয়ে করতে অস্বীকৃতি জানালে তাদের বাড়িতেই গাছের সাথে ঝুলিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা হয়েছে। জাহিদুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জাহিদুল ইসলাম পালিয়ে বেড়াচ্ছেন। তাকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।