ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান মন্ত্রী, আইন মন্ত্রী ও উপজেলা চেয়ারম্যানকে নিয়ে কুটুক্তি করায় গত শনিবার গভীর রাতে থানায় তথ্য প্রযুক্তি আইনে চারটি মামলা হয়েছে। ওই মামলা মাইন উদ্দিন নামক এক ব্যক্তিকে আসামী করা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করতে অভিযান চালিয়েছে।
মামলার এজহার ও স্থানীয় সুত্রে জানা গেছে, প্রধান মন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে হক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ভূয়া আইডিতে “হক কথা তিতা লাগে” কুটুক্তি করে। প্রাথমিক তদন্তে পুলিশ সনাক্ত করেছেন কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের কাইমপুর গ্রামের মাইন উদ্দিন সরকার(২২) এ ঘটনার সাথে জড়িত রয়েছে। রাতেই তার বাড়িতে অভিযান চালানো হয়েছে। তাকে পাওয়া না গেলেও তার ব্যবহৃত একটি মোবাইল সেট পাওয়া গেছে। ওই মুঠোফোনে প্রাথমিক আলামতের তথ্য প্রমান পেয়েছে পুলিশ। এ ঘটনায় কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাউছার ভূইয়া বাদী হয়ে মাইন উদ্দিনকে আসামী করে শনিবার রাতে কসবা থানায় তথ্য প্রযুক্তি আইন মামলা দায়ের করেছেন।
একই আইডি থেকে আইন মন্ত্রী আনিসুল হক ও কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাউছার ভূইয়া ও তার বাবা সরকারি বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে নিয়েও বিভিন্ন কুটক্তি করা হয়েছে। এতে সাবেক ছাত্রলীগ নেতা এমদাদুল হক ও মো ইব্রাহিম এবং আওয়ামীলীগ নেতা আবু তাহের বাদী হয়ে গত শনিবার রাতে ওই মাইন উদ্দিনকে আসামী করে তথ্য প্রযুক্তি আইনে তিনটি মামলা দায়ের করেছেন।
কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাউছার ভূইয়া বলেন, তিনি জন্মের পর থেকেই আওয়ামলীগের রাজনীতির সাথে জড়িত। আমি আইন মন্ত্রী আনিসুল হক সাহেবের সহকারী একান্ত সচিব ছিলাম। বর্তমানে উপজেলা পরিষদের চেয়ারম্যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটুক্তি করায় আমি সংক্ষুদ্ধ হয়েছি। এ কারনে আমি একটি মামলার বাধী হয়েছি। তিনি বলেন, আইন মন্ত্রীসহ আমি ও আমার পরিবারকে নিয়েও কুটুক্তি করা হয়েছে। ্এ কারনে দলীয় নেতা-কর্মীরা আরো তিনটি মামলা দায়ের করেছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান মন্ত্রী, আইন মন্ত্রী ও উপজেলা চেয়ারম্যানকে নিয়ে কুটুক্তি করায় তথ্য প্রযুক্তি আইনে মাইন উদ্দিন নামক এক ব্যাক্তির বিরুদ্ধে পৃথক চারটি চারটি মামলা হয়েছে। ওই মামলায় প্রাথমিক তদন্তে মাইন উদ্দিনের নাম এসেছে। তিনি পালিয়ে বেড়াচ্ছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।