লাকসাম পৌরশহরের উত্তর লাকসাম এলাকায় মানবতার সেবায় ও অসহায় মানুষকে সহায়তায় চৌধুরী ফাউন্ডেশন গঠন ও কার্যক্রম শুরু করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব মোশারফ হোসেন চৌধুরী কাঞ্চনকে চেয়ারপার্সন ও প্যারাগণ গ্রুপের পরিবেশক চৌধুরী এ- সন্স এর স্বত¦াধিকারী মু. মইনুল হোসেন চৌধুরী (হেলাল) ব্যবস্থাপনা পরিচালক পদে মনোনীত হয়ে ২০ সদস্য বিশিষ্ট চৌধুরী ফাউন্ডেশন গঠন করা হয়। চৌধুরী ফাউন্ডেশন লাকসামে আত্ম মানবতার সেবায় ও অসহায় গরীব দুঃস্থ প্রতিবন্ধী মানুষ ও ধর্মীয় কাজে সহায়তা করবে। মু. মইনুল হোসেন চৌধুরী (হেলাল) জানান চৌধুরী ফাউন্ডেশন ইতোমধ্যে এলাকায় গরীব দুঃস্থ মানুষকে তিন ভাগে নগদ টাকা, খাদ্য সামগ্রী ও শাড়ী লুঙ্গি প্রদান করা হয়। সহায়তা অব্যাহত রাখতে তিনি সকলের দোয়া কামনা করেন।