আশাশুনিতে করোনা ভাইরাস প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধ কল্পে জীবানু নাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়েছে। রবিবার উপজেলা প্রাণি সম্পদ অফিস ও অফিস এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা প্রাণি সম্পদ অফিসের অভ্যান্তরে এবং অফিস সংলগ্ন বড় চত্বরে এডিস মশার জন্ম নিরোধ কল্পে এবং পরিস্কার পরিচ্ছন্না অভিযান নিয়মিত বাস্তবায়নের পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেরা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান কার্যক্রমে শুভ উদ্বোধন করেন। এখন থেকে নিয়মিত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানাগেছে।