সুপার সাইক্লোন আম্ফানে বিধ্বস হয়ে গৃহহীন মুনতাজ বিপাকে পড়েছেন। আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কুল্যা গ্রামের বৃদ্ধ মুনতাজ এর কুড়ে ঘরটি ভেঙ্গে যাওয়ায় গৃহহীন হয়ে পড়েছেন।
বৃদ্ধ মুন্তাজ সরদারের একটি জীর্ণশীর্ণ কুড়ে ঘর ছিল। একসাজ না খেলেও সেখানে কোন রকমে মাথা গুজার ঠাঁই হিসাবে নিশ্চিন্তে ছিলেন তিনি। ঘুর্ণিঝড়ে তার ঘরটি সম্পূর্ণ ভাবে বিধ্বস্থ হয়েছে। বাধ্য হয়ে তার ছেলের ঘরের বারান্দায় ঠাঁই হয়েছে তার। আর্থিক ভাবে খুবই অস্বচ্ছল হওয়ায় তার পক্ষে ঘরটি সংস্কার করা সম্ভব হচ্ছে না। এব্যাপরে উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।