আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্ফানে বিধ্বস্থ পাউবো’র ভেড়ী বাঁধ নির্মান ও প্লাবিত মানুষদের দুর্দশা লাঘবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতাপনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রতাপনগর ইউনিয়নের চাকলা, হরিষখালী, নাকনা, কুড়িকাহুনিয়া, সুভদ্রাকাটি ভেড়ী বাঁধ ভেঙ্গে হাজার হাজার ঘরবাড়ি, প্রতিষ্ঠান, অসংখ্য মৎস্য ঘের ও ফসলী জমি প্লাবিত হয়েছে। প্লাবিত মানুষ আশ্রয় কেন্দ্র, বেড়ী বাঁধ ও নিরাপদ স্থানে মানবেতর জীবন যাপন করছে। ভেঙ্গে যাওয়া ভেড়ী বাঁধ নির্মান, প্লাবিত মানুষদের দুর্দশা লাঘব করার ব্যাপারে করনীয়তা নিয়ে মতবিনিময় কালে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। প্রধান অতিথি বলেন, প্রতিবছরই এখানে বেড়ীবাঁধ ভেঙ্গে ঘরবাড়ি. গবাদি পশু, শত শত বিঘা জমির ফসল ও সহ¯্রাধিক বিঘা জমির মৎস্য ঘের প্লাবিত হয়। মানুষ এখন পানির উপরে ভাসছে। রিং বাঁধ দিয়ে মানুষকে নিরাপদে রাখার চেষ্টা করা হচ্ছে কিন্তু জোয়ারের পানিতে সেটা বারবার ভেঙে যাওয়ায় আমরা আশাহত হয়েছি। আমাদের দাবি টেকসই বেড়ীবাঁধ নির্মান করা হোক। এজন্য মাননীয় জেলা প্রশাসক, মাননীয় সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করছি। এসময় প্রতাপনগর ইউপি চেয়াারম্যান শেখ জাকির হোসেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক জগদিস চন্দ্র সানা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।