সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচির মধ্য দিয়ে ”বিশ্ব পরিবেশ দিবস” পালিত হয়েছে। শিক্ষা-শান্তি-প্রগতি এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবসে ছাত্রলীগ নেতা-কর্মীবৃন্দ কলারোয়া সরকারি কলেজ চত্ত্বরসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করেন। এউপলক্ষ্যে শুক্রবার সকালে সরকারি কলেজ চত্ত্বওে আয়োজিত বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক নাহিদ হাসান শাহিন, অধ্যাপক শাহনেওয়াজ ছিদ্দীক। করোনা ভাইরাসের প্রার্দুভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা আশিকজ্জামানু রানা,কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি ফাহিমসহ উপজেলা ও কলেজ ছাত্রলীগ নেতা-কর্মীবৃন্দ।