খুলনা সাতক্ষীরা হাইওয়ে, ডুমুরিয়া এবং খর্ণিয়া বাজারে করোনা ভাইরাস প্রাদুর্ভাব বিস্তাররোধে স্বাস্থ্যবিধি পালন বিষয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার ও রোববার মাস্ক না পড়ার কারণে ২২ জনকে ১০ হাজার ৮’শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. শাহনাজ বেগম।
জানা যায়, আজ রবিবার দুপুর ১২টায় খুলনা সাতক্ষীরা হাইওয়ে এবং খর্ণিয়া বাজারে স্বাস্থ্যবিধি কার্যকর বিষয়ে অভিযান পরিচালিত হয়। এ সময় পথচারী, ক্রেতা-বিক্রেতা ও যানবাহনের চালক ও যাত্রীদের মাস্ক না পড়ায় ১১ জনকে জরিমানা করা হয়। অভিযানে নজরুল গাজী ১ হাজার টাকা, এনামুল ৩’শ টাকা, নিত্যানন্দ ৩’শ টাকা, টিপু সুলতান ২’শ টাকা, মোজাম্মেল ২’শ টাকা, জাফর ২’শ টাকা, নজরুল ২’শ টাকা, আঃ সালাম ২’শ টাকা, আবু বক্কার ২’শ টাকা, মনিরুল ২শ টাকা এবং সোহাগকে ২’শ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে থানা পুলিশ সদস্যরা সাথে ছিলেন। গতকাল শনিবার আরও ১১ জনতে ৭ হাজার ৬ শত টাকা জরিমানা করা হয়।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. শাহনাজ বেগম বলেন; করোনা ভাইরাস সংক্রমণরোধে সবাইকে যথাসম্ভব ঘরে থাকতে হবে। ঘর থেকে বের হলে মাস্ক পড়াসহ সব স্বাস্থ্যবিধি মানা জরুরি। মাস্ক না পড়া এবং সামাজিক দুরত্ব বজায় না রাখার অপরাধে আজ রোববার দুপুরে মোবাইল কোর্টের দ-বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১১ জনকে ৩ হাজার ২’শ টাকা অর্থদ- করা হয়েছে। জরিমানার পাশাপাশি জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। তবে অভিযান পারিচালনা অব্যাহত থাকবে বলে জানান।
,