সরাইলে গত শনিবার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের পাশে দাঁড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। গতকাল রোববার নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ওই গ্রাম গুলোতে গিয়ে প্রত্যেক পরিবারের কাছে সহায়তা পৌঁছে দিয়েছেন। নির্বাহী কর্মকর্তার দফতর সূত্র জানায়, শনিবারের ঘূর্ণিঝড়ে নিজেদের বসতঘর হারিয়ে নোয়াগাঁও ইউনিয়নের কুচনি, বুড্ডা ও শান্তিনগর গ্রামের ৩০ পরিবার খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছিল। ঘটনার দিনই উপজেলা প্রশাসন ২০ কেজি করে চাল প্রদান করেছেন। আর জেলা প্রশাসক তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে টিন ও নগদ টাকা প্রদানের ঘোষণা দিয়েছিলেন। তারই অংশ হিসাবে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত জেলা প্রশাসকের থোক বরাদ্ধ থেকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দ্রƒত টিন ও নগদ টাকা বরাদ্ধ দেওয়া হয়। নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা গতকাল রোববার ঘর হারা প্রত্যেক পরিবারের হাতে ২ বান্ডিল করে টিন ও নগদ ৬ হাজার টাকা তুলে দেন। একটি মসজিদকেও সহায়তা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- সংরক্ষিত মহিলা আসন ৩১২ এর সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারি প্রকৌশলী মো. সালাহ উদ্দিন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. কাজল চৌধুরী। প্রসঙ্গত: গত শনিবার সকাল ৯টায় আকস্মিক এক ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে সরাইলের ৩ গ্রাম। ৬ শিশুসহ আহত হয়েছে ১৫ জন।