বৈশি^ক মহামারি করোনাভাইরাসের কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতো বেশ বেকায়দায় পড়েছেন ডেকরেটর মালিক, শ্রমিক ও বাবুর্চিরা। দীর্ঘদিন যাবত পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয়সহ সকল প্রকার অনুষ্ঠান বন্ধ থাকার ফলে তারা অর্থনৈতিক ভাবে পঙ্গু হয়ে পড়েছেন। যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে এই দৈন্যদশা ঘুচবে না-এমনটা আশঙ্কা তাদের। এমন অবস্থায় মাসিক ভিত্তিতে সরকারি অনুদান প্রদান ও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্রাপ্তির দাবি জানিয়ে কালিগঞ্জ উপজেলা ডেকরেটর মালিক, শ্রমিক ও বাবুর্চিদের পক্ষ থেকে রবিবার (৭ জুন) সকালে কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এছাড়াও তাদের আর্থিক দুর্গতির বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। স্মারকলিপি গ্রহণকালে ডেকরেটর মালিক, শ্রমিক ও বাবুর্চিদের সমস্যার বিষয়টি উপলব্ধি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ^াস দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল। এর আগে তারা শহীদ সোহরাওয়ার্দী পার্কে সংক্ষিপ্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এদিকে ডেকরেটর মালিক ও শ্রমিকদের আলোচনার ভিত্তিতে গোপী রঞ্জন অধিকারীকে সভাপতি ও সিরাজ হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২১ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি যথাক্রমে ইসমাইল হোসেন, জহুর হোসেন ও বিশ^জিত বিশ^াস, সহ-সম্পাদক সাইফুল ইসলাম ও আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান শেখ, সহ-সাংগঠনিক মোশারাফ হোসেন, কোষাধ্যক্ষ হোসেন আলী, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আজিজুর সরদার, ক্রিড়া সম্পাদক উদয় হালদার, বাবুর্চি বিষয়ক সম্পাদক মমতাজ হোসেন, সহ-বাবুর্চি বিষয়ক সম্পাদক জুম্মান শেখ এবং কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মিন্টু হোসেন, স্বপন মন্ডল, মো. মিন্টু, বিল্লু ঘোষ, আকবর আলী ও পিন্টু গাজী।