নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা হাসুমদ্দীন হাসুকে রাষ্ট্রিয় মর্যদায় দাফন করা হয়েছে। বার্ধক্য জনিত কারণে তিনি রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাসভবন উপজেলার ইসলামপুর গ্রামে ইন্তেকাল করেন (ইন্না.....রাজিউন) মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৫বছর। মৃত্যুর পর তিনি ২স্ত্রী ২ছেলে ৭মেয়ে নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ওই দিন বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামপুর মাদরাসা মাঠে রাষ্ট্রিয় মর্যদায় গার্ড অব অনার শেষে মরহুমের মরা দেহ স্থানীয় কবর স্থানে সমাহিত করা হয়। তার নামাজে জানাযা ও সালাম প্রদর্শনে সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন,নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, অফিসার উনিচার্জ (ওসি) আব্দুল হাই, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম,আজিজুল হক সহ সকল মুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।