করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলায় এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তি হলেন উপজেলার হরিশপুর গ্রামের মৃত মহিউদ্দীন মোল্লাার ছেলে জয়নুল আবেদিন। সে বাংলাদেশ বিমানবাহিনীর জুনিয়র টেকনিকাল কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন ঐ গ্রামের চন্দন মোর্শেদ।
ঢাকায় করোনা আক্রান্ত হয়ে মৃত হলে তার মরদেহ শনিবার সন্ধ্যায় নিজ পারিবারিক কবরস্থানে জানাজা শেষে উপজেলা প্রশাসনের স্বার্বিক তত্ত্বাবধানে দাফন সম্পন্ন করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, পুলিশের সদস্যসহ নিহতর স্বজনরা।