কুড়িগ্রামের চিলমারীতে কয়েকদিনের টানা ভাড়ি বর্ষণে থানাহাট-রানীগঞ্জ, বালাবাড়ী-সাদুল্যা, রাজারভিটা রাস্তায় ব্যপক ধসে চলাচলে জনদুর্ভোগের সৃষ্টি হয়ে মারাত্মক হুমকির মুখে পড়েছে একাধিক ব্রীজ। শুক্রবারের প্রবল বর্ষনে উপজেলার কেসি রোড সংলগ্ন সাগর ফিলিং স্টেশনের নিকট ব্রীজ ঘেষে রাস্তা ধসে গিয়ে চলাচলে দুর্ভোগসহ ব্রীজটি মারাত্মক হুমকীর মুখে পড়েছে। একই রাস্তায় হ্যালিপ্যাডের পুকুর সংলগ্ন এলাকায় ব্যপক ধসের ফলে প্রায় ৫০মিটার রাস্তার এক পাশের মাটি পুকুরে গিয়ে বিরাট গর্তের সৃষ্টি হয়ে চলাচলে দুর্ভোগসহ রাস্তাটি চরম হুমকীর মুখে পড়েছে। স্থানীয় শ্রমিক সংগঠনের সভাপতি বাদশা মিয়া জানান, রাস্তা ধসে যাওয়ায় ভাড়ি যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। রাস্তা সংস্কার করা না হলে চলতি বর্ষা মৌসুমে পথচারীদের চলাচল বন্ধ হয়ে যাবে এবং লক্ষ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ব্রীজিগুলো ব্যাপক ক্ষতি হবে। মোঃ বাদশা মিয়া জানান, রাস্তাটির মাটি সরে গিয়ে ভাড়ি যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে পথচারিদের যাতায়াত বন্ধ হয়ে যাবে। অপরদিকে বালাবাড়ী-সাদুল্যা রাস্তার নালার ব্রীজ সংলগ্ন রাস্তার মাটি সরে দিয়ে মরন ফাঁদে পরিনত হয়ে ব্রীজটি চরম হুমকীর মুখে পড়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.ডব্লিউ.এম রায়হান শাহ্ এর সঙ্গে কথা হলে তিনি জানান, ক্ষতিগ্রস্ত রাস্তা ও ব্রীজ পরিদর্শন করেছি। দ্রুত সংস্কারে এলজিইডিকে নির্দেশ প্রদান করা হয়েছে।