কয়রায় আম্ফানে ক্ষতিগ্রস্ত অসহায় ছিন্নমুল ৩ শ পরিবারের মাঝে জাগরনী চক্র ফাউন্ডেশনের আনুলিয়া (কয়রা) শাখার উদ্যোগে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। রোববার সকালে মহারাজপুর, উত্তর বেদকাশি ও কয়রা সদর ইউনিয়নের পানিবন্দি অসহায় প্রতি পরিবারের মাঝে প্যাকেজ হিসাবে চাল, ডাল, চিড়া. গুড়,সয়াবিন তেল,লবন, আলু ও স্যালইন বিতরন করা হয়। এ সকল ত্রান সামগ্রী বিতরকালে উপস্থিত ছিলেন জাগরনী চক্র ফাউন্ডেশনের কার্য নির্বাহী সদস্য হারুন অর রশিদ,এমএফপির পরিচালক আজিজুল হক, উপ-পরিচালক কৃঞ্চপদ সরকার, কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির, কয়রা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এস এম আমিনুর রহমন,সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম, জাগরনী চক্র ফাউন্ডেশনের সাতক্ষীরার জোনাল ম্যানেজার আসদুজ্জামান,এরিয়া ম্যানেজার আবুল খায়ের আনুলিয়া (কয়রা ) শাখার ম্যানেজার মোঃ মোজাফফার হোসাইন প্রমুখ।