উপজেলা পরিষদের পক্ষ থেকে নওগাঁর পোরশায় মহামারী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় ও দু:স্থ পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে রোববার পোরশা সরকারী ডিগ্রি কলেজ মাঠে উপজেলার ছয় ইউনিয়নের ৬০০ পরিবারের মাঝে ওই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও নাজমুল হামিদ রেজা। এতে প্রত্যেক পরিবারকে ত্রাণ হিসাবে ৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ লিটার তেল, ১ কেজি আলু ও ১ টি কাপড় কাঁচা বল সাবান দেওয়া হয়। এ সময় উপস্থিত সকলকে মুখে মাস্ক পরতে এবং প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, নিতপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম শাহ্ উপস্থিত ছিলেন।