কুড়িগ্রামের রাজারহাটে আম পাড়তে গিয়ে পা ফসকে পুকুরের পানিতে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রাজারহাট ইউনিয়নের বোতলারপাড় ছাটমল্লিক বেগ গ্রামের শহিদুল ইসলামের পুত্র হাসানুর রহমান (২২) শনিবার(৬জুন) দুপুরে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায়। এ সময় সে শখের বশে পুকুর পাড়ের আম গাছে উঠে আম পাড়তে থাকে। একসময় সকলের অগোচরে পা ফসকে পুকুরের পানিতে পড়ে যায়। পরে বিকেল পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। হাসানুরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।