আশাশুনিতে মহামারী করোনা ভাইরাসের থাবায় মানুষ যখন হিমশিম খাচ্ছে তখন আবার ডেঙ্গু মশার প্রাদুর্ভাব না ঘটতে পারে তার পূর্ব প্রস্তুতিমূলক ডেঙ্গু বিরোধী অভিযান উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং ডেঙ্গু প্রতিরোধের জন্য সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম। তিনি ফকার মেশিনের মাধ্যমে ডেঙ্গুর বংশবিস্তার নির্মূলের লক্ষ্যে ঔষধ ছিটিয়ে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এ অভিযান উপজেলা পরিষদের পাশাপাশি প্রত্যেক ইউনিয়নে ইউনিয়ন পরিষদের উদ্যোগে অব্যাহত থাকবে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান, পিআইও সোহাগ খান এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।