কয়রায় সামাজিক বন বিভাগের নজরকাড়া নার্সারীতে লবন পানি প্রবেশ করার সংশয় রয়েছে। পানি প্রবেশ করলে সবুজে ভরা নার্সারীর হাজার হাজার বিভিন্ন প্রজাতির চারা নষ্ট হওয়ার আশংকা করছে বন বিভাগ। জানা গেছে বাগেরহাট সামাজিক বন বিভাগের পক্ষ থেকে কয়রা উপজেলার ৩নং কয়রা গ্রামে গড়ে তোলা হয় বনজ,ফলজ ও ওষুধী সহ বিভিন্ন প্রজাতি গাছের চারা। যা মুজিব জন্ম শত বার্ষিকীতে বিনামুল্যো বিতরন করা হবে। ইতিমধ্যে ২০ হাজার ৩ শ ২৫ টি বিভিন্ন গাছের চারা নার্সারীতে রক্ষনবেক্ষন করছে সামাজিক বন বিভাগ। গত ২০ মে আম্ফানে বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়া নার্সারীর সিমান্ত ৩নং কয়রার ঝিলিয়াঘাটা টু কয়রা সদরের রাস্তার পাশ পর্যন্ত লোনা পানি প্রবেশ করেছে। যে কোন সময় নার্সারীতে ঐ লোনা পানি প্রবেশ করতে পারে। লোন পানি প্রবেশ করলে সকল চারা নষ্ট হয়ে যাওয়ার আশংকা করছে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ। উপজেলা বন কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক বলেন,কয়রা এলাকার পানি ও মাটি লবনাক্ত হওয়ার কারনে নার্সারীতে চারাগাছ লাগানো খুবই কষ্টসাধ্য ব্যাপার। তিনি সহ তার সঙ্গীয় স্টাফরা মিলে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একটি সু সর্জিত নার্সারী গড়ে তুলেছেন তা যদি লবন পানি প্রবেশ করে চারা নষ্ট হয় তবে কষ্টের সিমা থাকবেনা। কয়রায় প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় নার্সারীও প্লাবিত হওয়ার আশংকা করছেন। ইতিমধ্যে বনায়ন কার্যক্রমের সকল গাছ লোনা পানিতে তলিয়ে গেছে বলে জানান তিনি।