বৈশি^ক মহামারী করোনা সংকটে বিপাকে পড়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দু’টি সাপুড়ে পল্লীর মানুষ। ফলে করোনার প্রভাবে দৈনন্দিন জীবনে ছন্দপতন হওয়ায় চরম বেকায়দায় পড়েছে বেদে পল্লীতে বসবাসকারী মানুষগুলো। জীবন-জীবিকার সন্ধানে এখানকার বেদে পরিবারের কর্মক্ষম মানুষগুলো ঘর থেকে বের হতে পারছেন না। ফলে চরম খাদ্য সংকটে পড়েছে উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদেডিহী ও কালীগঞ্জ পৌরসভার কাশিপুর সাপুড়ে পল্লীর বেদে সম্প্রদায় প্রায় পাঁচ হাজার নারী-পুরুষও শিশু।
এ পর্যন্ত জেলা প্রসাশক, পুলিশ সুপার ও র্যাব থেকে কিছু খাদ্য সহযোগীতা করা হয়েছে যা চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল। তবে, সরকারের দেওয়া ১০ টাকা মুল্যের চালের কার্ড বা প্রধানমন্ত্রীর দেওয়া ২৫০০ টাকার নগদ সহায়তার কোন তালিকায় তাদের নাম রাখা হয়নি। যদিও কয়েকদিক আগে জেলা প্রশাসকের কাছে নগদ সহয়তার জন্য একটি নামের তালিকা পাঠানো হয়েছে বলে জানালেন ওই সম্প্রদায়ের নেতারা।
এদিকে করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া মানুষগুলো খেয়ে না খেয়ে দিন কাটছে। তার উপর ঘূর্ণীঝড় আম্ফানে উড়ে গেছে তাদের মাথার গোজার একমাত্র ঠায় তাবুগুলো। ফলে চরম বিপাকে পড়ে এই বেদে পরিবারগুলো তাদের শেষ সম্বল বিক্রি করে কোন রকম দিন পার করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার কাশিপুর গ্রামের সাপুড়ে পল্লীতে প্রায় ৫৫০ পরিবারে প্রায় সাড়ে তিন হাজার সদস্য দিঘদিন ধরে বসবাস করছে আসছে। এছাড়া একই উপজেলার বারোজারের বাদেডিহী সাপুড়ে পল্লীতে ১৭৭ পরিবারে রয়েছে সহ¯্রাধিক সদস্য।
বাদেডিহী সাপুড়ে উন্নয়ন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব জানায়, এই মহামারি করোনায় সারাদেশে যখন অসহায় ও নি¤œ আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন হচ্ছে, তখন আমরা বারোবাজারের বেদে সম্প্রদায়ের পরিবারগুলো খাদ্য সামগ্রী হিসাবে ঝিনাইদহ পুলিশ সুপার মহোদয়ের নিকট থেকে পেয়েছি ৮৫ ব্যাগ, ঝিনাইদহ র্যাব-৬ থেকে ১০৫ ব্যাগ।
কাশিপুর সাপুড়ে উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মনিরুল ইসলাম জানায়, করোনকালে এ পল্লীর পরিবারগুলো জেলা প্রশাসক মহোদয়ের নিকট থেকে ৩৩৫ ব্যাগ ও পুলিশ সুপার মহোদয়ের নিকট থেকে ১১৩ ব্যাগ পেয়েছি। এছাড়া আমরা আর কোন খাদ্য সামগ্রী পায়নি। রোজগারের সকল পথ বন্ধ থাকায় আমাদের পরিবারগুলোর নারী, শিশু ও বৃদ্ধা সবাই খেয়ে না খেয়ে অতি কষ্টে দিন পার করতে হচ্ছে বলেও জানায়।
পিছিয়ে পড়া এ পল্লীর প্রতিনিধিরা সরকারের দেওয়া নগদ সহায়তা ও স্বল্প মুল্যের চালের কার্ডে অন্তভূক্তি করার দাবি জানিয়েছে। না হলে আমাদের দিনের পর দিন অর্ধাহারে-অনাহারে থেকে মানবেতর জীবন যাপন করতে হবে।