পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ঘূর্ণিঝড় 'আম্পানে' ক্ষতিগ্রস্থ্য ৫০০ পরিবারের মধ্যে নগদ টাকা এবং পরিস্কার-পরিচ্ছন্নতা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১২ টায় উপজেলার লালুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল ইসলাম বিশ্বাস, উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন অব ভলান্টারী অ্যাকশনস ফর সোসাইটির (আভাস) নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, কলাপাড়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক মো. আছাদউজ্জামান খান, লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেন বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যদের হাতে নগদ তিন হাজার টাকা, ১৩টি লাইফবয় সাবান, এক কেজি ডিটারজেন্ট পাউডার, ৫০টি মাস্ক, আট পিস স্যানিটারী ক্লোথ, একটি মগ এবং একটি পানির টেপসহ বালতি তুলে দেন।
আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল বলেন, লালুয়া ইউনিয়নের ২০০ পরিবার ছাড়াও া উপজেলার লতাচাপলী ৭৫, ধুলাসার ৭৫, ডালবুগঞ্জ ৫০, টিয়াখালী ৫০ এবং চম্পাপুর ইউনিয়নের ৫০ পরিবারকে একইরকম সহায়তা পৌঁছে দেয়া হবে। স্টার্ট ফান্ড এবং ইউকেএইডের অর্থায়নে বেসরকারি সংস্থা জাগোনারী এবং আভাস এসব উপকরণ বিতরণ করেন।