করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবারের মাঝে উন্নত জাতের পেঁপের চারা ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বিএফএফ। শনিবার সকালে বিএফএফ এর উদ্যোগে বাড়ির আঙিনায় শাকসবজি চাষ কর্মসূচির আওতায় এ এল আর ডি এর সহযোগিতায় নর্থ চ্যানেল ইউনিয়নের কাইমুদ্দিনের ডাঙ্গী ও চর মাধবদিয়া ইউনিয়নের হাফেজ ডাঙ্গী গ্রামে দরিদ্র প্রান্তিক কৃষক পরিবারের মাঝে বিনামূল্যে এসব উন্নত জাতের পেঁপের চারা এবং সবজি বীজ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএফএফ এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির, চর মাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার নজরুল ইসলাম, অ্যাডভোকেট আলমগীর ভূইয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা খন্দকার ফয়েজুর রহমান, খালেদা বেগম, মো. রকিবুল আহসান, বিএফএফ এর কর্মসূচি কর্মকর্তা মো. জহির উদ্দিন আহমেদ, মো. শহিদুল ইসলাম সোহান।