কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংগ্রামপুর গ্রামের দীর্ঘ মানব সুবোল (২২) এর পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়েছে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও।
দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের সুবোল’ই বর্তমানে বাংলাদেশের দীর্ঘ মানব বলে ধারনা করা হচ্ছে।
তিনি বিভিন্ন রোগে ভুগছেন। এ-সংক্রান্ত সংবাদ বিভিন্ন গনমাধ্যমে প্রচার হলে দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের নজরে আশে।
বৃহস্পতিবার বিকেলে তারা দীর্ঘ মানব সুবোলের বাড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল কর্মকর্তা পূর্নকুমা পূজা কে সাথে নিয়ে তার অসুস্থার খবর নেন এবং তার চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান। এ সময় তারা সুবোলের সু-চিকিৎসার জন্য যা যা করনীয় তার করার ব্যবস্থাসহ তার পাশে থাকার কথা জানান।