কালিগঞ্জে নারী উন্নয়ন সংগঠন বিন্দু’র উদ্যোগে ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ও একশান এইড বাংলাদেশের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও খাওয়ার পানির দাবিতে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকালে কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক চত্বরে এ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় সংগঠনের পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, জলবায়ু সংকট আমাদের জীবনে খুবই নেতিবাচকভাবে প্রভাব ফেলছে। করোনাভাইরাস (কোভিড-১৯) অতিমারীর মধ্যে জলবায়ু সংকট আমাদের জীবন বিশেষ করে বিশ্ব হেরিটেজের খ্যাতি পাওয়া সুন্দরবন লাগোয়া উপকূলীয় মানুষের জীবনযাত্রায় মরার উপর খাড়ার ঘা হিসেবে জেঁকে বসেছে। যার বড় প্রমাণ হচ্ছে সম্প্রতি সুপার সাইক্লোন ‘আম্পান’ এর আঘাত। বিশ্ব পরিবেশ দিবসে দাঁড়িয়ে জলবায়ু সংকট থেকে বিধ্বস্ত সুন্দরবন ও তার প্রাণবৈচিত্র্য’র সুরক্ষার জন্য জোর দাবিসহ ‘আম্পান’ দুর্গতদের প্রতি সংহতি প্রকাশ করে তাদের ক্ষয়ক্ষতি দ্রুত কাটিয়ে ওঠার জন্য মানমর্যাদা অক্ষুন্ন রেখে অনতিবিলম্বে টেকসই পুণর্বাসনের দাবিও জানানো হয়।