সিরাজদিখানে যুবদলের উদ্যোগে ১৫০ দুঃস্থ্য পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মালখানগর ইউনিয়ন যুবদল এ ত্রাণ বিতরণ করেন। শুক্রবার বেলা ১১ টায় তালতলা বাজার ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে করোনা পরিস্থিতে স্থানীয় কর্মহীনদের এসব খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সহযোগিতায় খাদ্য সামগ্রী মধ্যে ছিলো চাল, ডাল, পিয়াজ, তেল, লবন, আলু ইত্যাদি।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল সভাপতি ইয়াসিন সুমন। ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য মো. জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল হক খান, বিএনপি নেতা দেলোয়ার হোসেন মোল্লা, ইউনিয়ন সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল সম্পাদক হারুন মোল্লা, ইউনিয়ন যুগ্ন সম্পাদক বিপ্লব মাদবর, যুবদল নেতা জাহাঙ্গীর আহমেদ, দপ্তর সম্পাদক প্রিন্স নাদিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।